ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কুবিতে লাকসাম-মনোহরগঞ্জ মুক্ত দিবস পালিত


আপডেট সময় : ২০২৪-১২-১২ ২৩:০৬:১৭
কুবিতে লাকসাম-মনোহরগঞ্জ মুক্ত দিবস পালিত কুবিতে লাকসাম-মনোহরগঞ্জ মুক্ত দিবস পালিত



কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে লাকসাম-মনোহরগঞ্জ মুক্ত দিবস পালন করা হয়েছে। 

বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে এই আয়োজনটি করা হয়।

দিনটিকে স্মরণ করতে ৫৩ টি মোমবাতি প্রজ্বলন করেন শিক্ষার্থীরা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার আহবায়ক মোহাম্মদ সাকিব হোসাইন, সংগঠনটির সভাপতি রিমন মজুমদার, সাধারণ সম্পাদক নাইমুর রহমানসহ কুবিতে অধ্যয়নরত লাকসাম-মনোহরগঞ্জের শিক্ষার্থীরা। 

সার্বিক বিষয় নিয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক নাইমুর রহমান বলেন, ১১ই ডিসেম্বর ১৯৭১ সালের এই দিনে লাকসাম-মনোহরগঞ্জ পাকিস্তান হানাদার বাহিনীদের হাত থেকে মুক্তি পাই। উক্ত দিনটিকে আমরা ৫৩ টি মোমবাতি প্রজ্বলন করার মাধ্যমে স্মরণ করেছি।

উল্লেখ্য, ১১ই ডিসেম্বর লাকসামের মুক্তিযোদ্ধারা ও মুক্তিকামী জনতা বাংলাদেশের লাল সবুজ জাতীয় পতাকা উড়িয়ে লাকসামকে মুক্ত ঘোষনা করে। সেদিন পাকিস্তানি সৈন্যদের আত্মসমর্পণের পর লাকসামে শুরু হয়  জনতার উল্লাস।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ