ঢাকা , সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫ , ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কুড়িগ্রামের উলিপুরে ৭শ শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ


আপডেট সময় : ২০২৪-১২-১১ ২৩:৪০:৩৮
কুড়িগ্রামের উলিপুরে ৭শ শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কুড়িগ্রামের উলিপুরে ৭শ শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ




কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ৭শ শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকালে এম.এ মতিন কারিগরী কৃষি ও কলেজ চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে এসব শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়।

জানা গেছে, উলিপুরে কয়েকদিন থেকে রাতভর তুষারের মতো ঝরছে কুয়াশা। ঘন কুয়াশার কারণে কোন কিছুই দুই-হাত সামনে স্পষ্ট দেখা যাচ্ছে না। হাড় কাঁপানো শীতে কাঁপছে গোটা উপজেলা। নিদারুন কষ্টে জীবন-যাপন করছে নিম্ন আয়ের মানুষেরা। এই তীব্র শীতে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে মনোয়ারা ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, এম.এ মতিন কারিগরী কৃষি ও কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, উলিপুর থানার উপ-পরিদর্শক আব্দুর রশিদ, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রিফাত মনোয়ার শিকদার প্রমুখ।

এ সময় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা বলেন, তীব্র শীতে নিম্ন আয়ের মানুষজন বিপাকে পরেছেন। অনেকের শীতবস্ত্র কেনার মত সামর্থ্য নেই। মনোয়ারা ফাউন্ডেশনের মত সমাজের সবাইকে এসব মানুষের পাশে এগিয়ে আসা দরকার।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ