রহনপুর মুক্ত দিবস আজ
আপডেট সময় :
১১-১২-২০২৪ ১০:৫১:০০ অপরাহ্ন
রহনপুর মুক্ত দিবস আজ
উওম কুমার গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
আজ বুধবার (১১ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর রহনপুরের ইতিহাসের আজ বিশেষ স্মরণীয় দিন। ১৯৭১ সালের দেশপ্রেমিক মুক্তিকামী মানুষ গোমস্তাপুর উপজেলার সদর রহনপুরের অভ্যান্তরে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের মাধ্যমে পাক হানাদার মুক্ত করেন।
লেফটেন্যান্ট রফিকের নেতৃত্বে অত্র এলাকায় মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেন এবং ১১ ডিসেম্বর ১৯৭১ সালে ৩০ থেকে ৩৫ জন একটি মুক্তিযোদ্ধার দল লেফটেন্যান্ট রফিকের নেতৃত্বে পাক সেনাদের কে বিতারিত করতে সক্ষম হন। সেই থেকে গোমস্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্দ্যোগে প্রতি বছর ১১ ডিসেম্বর দিনটিকে রহনপুর মুক্ত দিবস হিসেবে পালন করা হয়।
এ দিনের স্মৃতিচারণ করতে গিয়ে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধ কমান্ডার মোঃ মোস্তফা কামাল জানান, মুক্তিযুদ্ধ চলাকালীন এই এলাকা ৭ নম্বর সেক্টরের অধিনে ছিলো।
১৯৭১ সালের ১১ ডিসেম্বর খুব সকালে লেফটেন্যান্ট রফিকের নেতৃত্বে প্রায় ৩০/৩৫ জনের মুক্তিযোদ্ধাদের একটি দল বাঙ্গাবাড়ি থেকে রহনপুর অভিমুখে রওনা হয়। পথে আলীনগর এলাকার মুক্তিযোদ্ধারা তাদের সাথে যোগ দেন। এছাড়াও মহানন্দা নদী পেড়িয়ে বোয়ালিয়া এলাকার মুক্তিযোদ্ধারা রহনপুর প্রবেশ করেন।
মুক্তিযোদ্ধারা রহনপুর প্রবেশের আগেই ভোরে পাক সেনারা রহনপুর আহম্মদী বেগম সরকারী উচ্চ বিদ্যালয়ে তাদের গড়ে তোলা ক্যাম্প গুটিয়ে রহনপুর রেল স্টেশন থেকে ট্রেনে পালিয়ে যায়। পালিয়ে গেলে মুক্ত হয় রহনপুর শহর।
পরে মুক্তিযোদ্ধারা পার্শ্ববর্তী নাচোল উপজেলা মুক্ত করে জেলা সদর চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে রওনা দেয়। ১১ই ডিসেম্বর প্রভাতেই রহনপুরের সর্বত্রই হানাদার মুক্ত হয় এবং ঐ দিন থেকেই রহনপুরে লাল-সবুজের পতাকা উড়তে থাকে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স