পিরোজপুরে শুরু হয়েছে অর্থনৈতিক শুমারি
আপডেট সময় :
১০-১২-২০২৪ ১১:২৪:১৭ অপরাহ্ন
পিরোজপুরে শুরু হয়েছে অর্থনৈতিক শুমারি
বিশেষ প্রতিনিধি:
দীর্ঘ ১০ বছর পর দেশব্যাপী শুরু হলো দেশের চতুর্থ অর্থনৈতিক শুমারি ২০২৪ এর তথ্য সংগ্রহ কার্যক্রম। সারা বাংলাদেশের ন্যয় পিরোজপুরে চলমান অর্থনৈতিক শুমারি ২০২৪ এর তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পিরাজপুর জেলার জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিসংখ্যান অফিস এর উপ-পরিচালক মো: আব্দুর রাজ্জাক, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, উপজেলা শুমারি সমন্বয়কারী, জোনাল অফিসার ও সংশ্লিষ্ট তথ্য সংগ্রহকারী। দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে প্রতি ১০ বছর পর এমন শুমারি কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
জেলা পরিসংখ্যান অফিস এর উপ-পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক জানান, আজ থেকে শুরু হওয়া ১৫ দিনব্যাপী এই শুমারির তথ্য সংগ্রহের কাজ চলবে আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত। অর্থনৈতিক শুমারির মাধ্যমে দেশর সকল প্রতিষ্ঠান, প্রাতিষ্ঠানিক কৃষি খামার, অর্থনৈতিক কর্মকান্ড সম্পন্ন খানা সমূহের প্রায় ৭০টি প্রশ্ন উঠে আসবে। এবারই প্রথম ট্যাবের মাধ্যমে ক্যাপি পদ্ধতিতে এই শুমারির তথ্য সংগ্রহ করা হচ্ছে। ফুটপাতের ছোট দোকানি থেকে শুরু করে শিল্পপতি সবার তথ্য সংগ্রহ করা হবে। শুমারি নির্ভুল ও স্বচ্ছ করতে তথ্যসংগ্রহকারীদের যথায়থভাবে প্রশিক্ষণ প্রদান, প্রতিটি গণনা এলাকা চিহ্নিত করার জন্য ডিজিটাল ম্যাপ প্রণয়নসহ নানমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাই পিরোজপুরবাসীকে বলবো আমাদের তথ্যসংগ্রহকারীগণ যারা আপনাদের বাসায়, দোকান, মার্কেট, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান, কারখানা, কোম্পানি, সমবায় সমিতি, এনজিও, ক্লাব, হল, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, মসজিদ/মন্দির/গির্জা/প্যাগোডা ইত্যাদি ধর্মীয় প্রতিষ্ঠানসসূহে তথ্য সংগ্রহ করার জন্য যাবে তাদের আপনারা যথাযথ তথ্য দিয়ে সহায়তা করুন। তিনি আরো বলেন নতুন বৈষম্যহীন বাংলাদেশের প্রেক্ষিত ও পঞ্চবার্ষিক পরিকল্পনা, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ইত্যাদি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক ইউনিটের অবকাঠামোগত উন্নয়ন ও বিদ্যমান সমস্যা নিরূপণ করে সমাধানের মহাপরিকল্পনা গ্রহণ এবং বিজনেস রেজিস্টার প্রণয়নে এ শুমারির গুরুত্ব অপরিসীম।
নিউজটি আপডেট করেছেন : ba@news
কমেন্ট বক্স