কচুয়ায় মানবাধিকার দিবসে ছাত্রদলের মানববন্ধন
আপডেট সময় :
২০২৪-১২-১০ ২০:৫৩:২৯
কচুয়ায় মানবাধিকার দিবসে ছাত্রদলের মানববন্ধন
উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাগেরহাটের কচুয়ায় মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ১২ টায় কচুয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কচুয়া ডিগ্রি কলেজের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় গুমের শিকার নেতাকর্মী ও সাধারণ মানুষের মুক্তি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা হত্যা ও নিপীড়ণের বিচার দাবি করেন ছাত্রদল নেতারা।
অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম সম্পাদক উজ্জ্বল কুমার দাস, সাবেক যুগ্ম সম্পাদক রাসেল হাওলাদার,কচুয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক রানা দিহিদার, সাবেক যুগ্ন আহবায়ক রুবেল হাসান, সাবেক যুগ্ম আহবায়ক এনামুল হক, কচুয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক লিয়ন শিকদার, সদ্য সাবেক আহবায়ক হিমেল শেখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আউয়াল শিকদার, সাবেক সহ সাধারণ সম্পাদক জাকির শেখ, কচুয়া উপজেলা ছাত্রদলের ১ নং সদস্য ইমরান হোসেন প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : ba@news
কমেন্ট বক্স