পীরযাত্রাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আপডেট সময় :
২০২৪-১২-১০ ২০:৪৭:৫০
পীরযাত্রাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে পীরযাত্রাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্যাণ কেন্দ্রে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আবু তাহের এবং পরিচালনা করেন স্থানীয় পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আউলাদ হোসেন।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান ও স্বাগত বক্তব্য রাখেন পীরযাত্রাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্যাণ কেন্দ্রের ইনচার্জ ডা. মেঃ শামীমুল ইসলাম বাবুল।
বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান আহমদ মুন্সি, প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম ভূইয়া, মোঃ নুরুল ইসলাম সর্দার, ইউনিয়ন যুবদলের সভাপতি মাহাবুবুর রহমান মাসুম, সি এইচ সিপি মোঃ ইকবাল হোসেন, অবসর পরিবার পরিকল্যাণ সহকারী নুরুন্নাহার বেগম, পরিবার কল্যাণ সহকারী নাসিমা আক্তার, অবসর পরিবার পরিকল্যাণ পরিদর্শক মমতাজ বেগম, আব্দুস সালাম সর্দার, ইউপি সদস্য যথাক্রমে আছমা আক্তার, রুমা আক্তার, জাহানারা বেগম ও রেহেনা আক্তার প্রথম।
এসময় এলাকার বিভিন্ন শ্রেণির লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে পীরযাত্রাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্যাণ কেন্দ্রের ইনচার্জ ডা মোঃ শামীমহল ইসলাম বাবুল আগামী ৩ ১ ডিসেম্বর তিনি কর্মজীবন শেষ করে অআসরে চলে যাবেন। তাই তার কর্মজীবনে পীরযাত্রাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্যাণ কেন্দ্রের শেষ ব্যবথাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। কর্মময় জীবনে তিনি পীরযাত্রাপুর ইউনিয়ন বাসিকে স্বাস্থ্যসেবা দিতে গিয়ে এলাকা বাসীর একান্ত আপনজন হয়ে উপঠেন এমন কী তিনি এই অঞ্চলের সকল পরিবারের একজন সদস্য ও হয়ে উঠেেন। তার ছোট্ট পরিসরে মাসিক সভায় উপস্থিত সকলে আবেগ আপ্লুত হয়ে উঠেন।
নিউজটি আপডেট করেছেন : ba@news
কমেন্ট বক্স