পীরগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত
আপডেট সময় :
২০২৪-১২-০৯ ২৩:৩৮:৪২
পীরগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত
মোস্তফা মিয়া পীরগঞ্জ রংপুর প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জ উপজেলায় নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালের দিকে পীরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি র্যালি শেষে পীরগঞ্জ উপজেলা অডিটরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্টিত হয়।
পীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ ফারহানা আফরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল করিম, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা মৎস্য কর্মকর্তা (নি.বে.) কাওসার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল মতিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জয়নুল হক, পীরগঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক শাহ্ মোঃ সাদা, পীরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ম্যানেজার ডায়মন্ড জেসপার ঘাগরা, প্রোগ্রাম অফিসার কৃষিবিদ আমজাদ হোসেনসহ আরো অনেকে।
নারীদের উন্নয়নের জন্য বেগম রোকেয়ার অসামান্য অবদানের কথা স্মরণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম বলেন, বেগম রোকেয়ার আদর্শ ও উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে দেশে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহŸান জানান।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স