ঢাকা , বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ , ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী মহানগরীতে ওয়াসার নির্বাহী প্রকৌশলী ডনসহ গ্রেফতার ১০

মাসুদ রানা রাব্বানী
আপডেট সময় : ০৯-১২-২০২৪ ১০:৪২:০৫ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে ওয়াসার নির্বাহী প্রকৌশলী ডনসহ গ্রেফতার ১০ রাজশাহী মহানগরীতে ওয়াসার নির্বাহী প্রকৌশলী ডনসহ গ্রেফতার ১০



মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডে ওয়াসার নির্বাহী প্রকৌশলী মোঃ সোহেল রানা ওরফে ডন সহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ৮ ডিসেম্বর সোহেল রানা ডনকে বর্ণালি মোড় থেকে তাকে গ্রেফতার করেন মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতার মোঃ সোহেল রানা ওরফে ডন (৪২), তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার পুরাতন বিল সিমল এলাকার মোঃ আব্দুস সাত্তার ম-লের ছেলে। সে রাজশাহী ওয়াসার নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ)। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগে মোঃ সোহেল রানা ওরফে ডনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও মাদক মামলায় ১ জন এবং ওয়ারেন্টভুক্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী ওয়াসার নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) ডন। তিনি নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটানোর মামলার এজাহার নামীয় আসামি। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষেসোমবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ