রানীশংকৈলে নারীর প্রতি সহিংসতা বন্ধে আলোচনা সভা অনুষ্ঠিত
রানীশংকৈলে নারীর প্রতি সহিংসতা বন্ধে আলোচনা সভা অনুষ্ঠিত
পেয়ার আলী, স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) উদযাপন উপলক্ষে একটি বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে|
৯ ডিসেম্বর'২৪ (সোমবার ) "নারী কন্যা সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রানীশংকৈল উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা (জি এ সি) এর অর্থায়নে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন এর রিয়্যাক্টস-ইন প্রজেক্ট,দ্বীপশিখা, মানবকল্যান পরিষদ, স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমুহর সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর ফলে অসংখ্য নারী-পুরুষ, কিশোর এবং কিশোরী নারী নির্যাতন প্রতিরোধে করণীয় সম্পর্কে জানতে পারেন।
উক্ত আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ, শিক্ষা অফিসার রাহিমউদ্দীন,সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, পিআইও সামিয়েল মার্ডি, ইএসডিও কর্মকর্তা খায়রুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারী রজব আলী এবং বিভিন্ন দপ্তরের অফিস সহকারী সহ সকল ইলেকট্রনিকস মাল্টিমিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রিয়্যাক্টস- ইন প্রজেক্ট অফিসার বিলকিস বেগম, উক্ত অনুষ্ঠানে শিক্ষা ও কর্মজীবনে বিশেষ ভূমিকা রাখার জন্য ৫ জনকে জয়ীতা পুরস্কার দেওয়া হয় | অনুষ্ঠান সন্চালনা করেন খায়রুল ইসলাম।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স