ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ার তরুন স্বেচ্ছাসেবা ও সমাজ কল্যানে ভূমিকা রাখার VSO বাংলাদেশ এর ৮ম স্থানে পুরষ্কৃত 


আপডেট সময় : ২০২৪-১২-০৯ ২১:৪৬:১৮
কুষ্টিয়ার তরুন স্বেচ্ছাসেবা ও সমাজ কল্যানে ভূমিকা রাখার VSO বাংলাদেশ এর ৮ম স্থানে পুরষ্কৃত  কুষ্টিয়ার তরুন স্বেচ্ছাসেবা ও সমাজ কল্যানে ভূমিকা রাখার VSO বাংলাদেশ এর ৮ম স্থানে পুরষ্কৃত 



রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
স্বেচ্ছাসেবা ও সমাজ কল্যানে ভূমিকা রাখার জন্য প্রতি বছর ২০ জন কে VSO Bangladesh আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসে সারা বাংলাদেশ থেকে প্রায় ৫০০০ আবেদন থেকে বাছায় পূর্বক ২০ জন স্বেচ্ছাসেবক কে সেরা স্বেচ্ছাসেবক এর পুরষ্কার প্রদান করে। 

২০২৪ সালে ৪৩০০+ স্বেচ্ছাসেবক এর আবেদন জমা পরে যার মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার তরুন মোঃ প্রত্যয় বিন শাফী ৮ম স্থান অধিকার করেছে। পুরষ্কার বিতরণ করেন দূর্যোগ, ত্রান ও পরিকল্পনা মন্ত্রণালয় এর মাননীয় সচিব কামরুল হাসান। 

আয়োজন টি গত ০৫ই ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় এর নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট হলে আয়োজিত হয়।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ