ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

তানোরে দুর্নীতি বিরোধী দিবস পালিত


আপডেট সময় : ২০২৪-১২-০৯ ২০:০১:১০
তানোরে দুর্নীতি বিরোধী দিবস পালিত তানোরে দুর্নীতিবিরোধী দিবস পালিত

দেলোয়ার হোসেন সোহেল, 
"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা" "গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যের আলোকে রাজশাহীর তানোরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।সোমবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সকাল সাড়ে ১১টায় উপজেলা চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এর আগে উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির উদ্বোধন করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও খাইরুল ইসলাম।পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রবিউল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলান।

সভায় বক্তাগণ দেশকে দুর্নীতি মুক্ত রাখতে উন্নত বিভিন্ন দুর্নীতিমুক্ত দেশের উদাহরণ তুলে ধরে বক্তব্য রাখেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও খাইরুল ইসলাম বলেন,পারিবারিক ও প্রতিষ্ঠানিক ভাবে ছোট থেকে দুর্নীতির বিরুদ্ধে শিক্ষা দেওয়া ও দুর্নীতিকে না বলতে শেখানোর কথা তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন,তানোর উপজেলা সহকারী কমিশনার (ভুমি)মাসতুরা খাতুন,

সভায় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল অহাব শেখ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বারনাস হাসদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, সমাজ সেবা অফিসার মোহাম্মাদ হোসেন খান, তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, মৎস্য কর্মকতা বাবুল হোসেন, প্রাণীসম্পদ কর্মকর্তা ওয়াজেদ আলী, তানোর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জাকির হোসেন সহ ২টি পৌরসভা ও ৭টি ইউপির প্রতিনিধি, এবং বিভিন্ন দপ্তরের কর্মকতা কর্মচারী, রাজনৈতিক ব্যাক্তীবর্গ, সাংবাদিক, বেসরকারি সংস্থার কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ