ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাজস্হলীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ও আলোচনা সভা


আপডেট সময় : ২০২৪-১২-০৯ ১৯:৪৭:৫১
রাজস্হলীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ও আলোচনা সভা রাজস্হলীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ও আলোচনা সভা

মোঃ আইয়ুব চৌধুরী রাজস্হলী 
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা এ প্রতিপাদ্য নিয়ে রাঙ্গামাটির রাজস্হলী উপজেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুনর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ উদযাপিত হয়েছে।

 ৯ ডিসেম্বর সোমবার সকাল ১১ টায়  উপজেলা পরিষদ চত্বরে রেলি দিয়ে শুরু করা হয় পরে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র সভাপতিত্বে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধরণ সম্পাদক সানুমং মারমার সঞ্চালনায়, দূর্নীতি প্রতিরোধ সভায় বক্তব্য রাখেন-  কৃষি কর্মকর্তা আবুল খায়ের, রাজস্হলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, রাজস্হলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি ডাঃ মেহেদি হাসান, রাজস্হলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃআইয়ুব চৌধুরী, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস এম আলাউদ্দিন, গাইন্দ্যা ও ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিমং মারমা ও রবাট ত্রিপুরা, এতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের  বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ গ্রহন করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সজিব কান্তি রুদ্র বলেন, দূর্নীতিকে স্বমুলে তোলে ফেলতে হবে এবং আমরা আমাদের পরিবারের সকলকে দূর্নীতিকে না বলা শিখাতে হবে।অন্য বক্তরা বলেন দূর্নীতি সকল পর্যায়ে ছড়িয়ে পড়ায় আমরা যারযার অবস্থান থেকে সবাই সচেতন হতে হবে এবং সচেতনতায় কাজ করার পরামর্শ দেন।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ