ঢাকা , সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ , ১৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রায়গঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত


আপডেট সময় : ২০২৪-১২-০৯ ১৯:৩১:৩২
রায়গঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত রায়গঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

মোঃ আখতার হোসেন হিরন, স্টাফ রিপোর্টার : 

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর শুদ্ধতা এ প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. শামসুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন খান, সলঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুল আলিম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আলী মর্তুজা, রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক মো. আবুল কালাম বিশ্বাস, উপজেলা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি শেখ রিয়াদ, ফয়সাল বিশ্বাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. সাজেদুল আলম প্রমুখ। 

সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন। এর আগে দিবসটি উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ