ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন 


আপডেট সময় : ২০২৪-১২-০৯ ১৮:১১:৩২
ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন  ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন 

মোঃ অপু খান চৌধুরী।

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামী শুদ্ধতা এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালিও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল সোমবার (৯ ডিসেম্বর) সকালে দুর্নীতি দমন কমিশন সম্মিলিত জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসন ব্রাহ্মণপাড়ার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

উক্ত মানববন্ধনের নেতৃত্ব দেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামিউল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ ফারহানা পৃথা। 

উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষা অফিসার মাসুদ ইবনে হোসাইন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ রানা, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নুরুল ইসলাম, ইদ্রিস মিয়া মাস্টার, নাগাইশ বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান আকন্দ,উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, প্রভাষক গোলাম মোস্তফা আওলাদ হোসেন মাস্টারসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ