ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় বেগম রোকেয়া হাসপাতালের উদ্বোধন 


আপডেট সময় : ২০২৪-১২-০৯ ১৮:০৭:২৮
ব্রাহ্মণপাড়ায় বেগম রোকেয়া হাসপাতালের উদ্বোধন  ব্রাহ্মণপাড়ায় বেগম রোকেয়া হাসপাতালের উদ্বোধন 

মোঃ অপু খান চৌধুরী। উন্নত মানের চিকিৎসা সেবায় আস্তার প্রতীক নিয়ে এই প্রথম মনোরম পরিবেশে ব্রাহ্মণপাড়া উপজেলায় বেগম রোকেয়া দিবসে বেগম রোকেয়া হাসপাতালে শুভ উদ্বোধন করা হয়েছে। 

হাসপাতাল সূত্রে জানা গেছে,
গতকাল সোমবার ( ৯ ডিসেম্বর) সকালে ব্রাহ্মণপাড়ার টাটেরা জে, টি, এস টাওয়ারে হাসপাতাল ভবনে অনারম্বর পরিবেশে ফিতা কেটে এবং মিলাদ ও দোয়ার মাধ্যমে উক্ত হাসপাতালে শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নবাগত নির্বাহী অফিসার মোঃ সামিউল ইসলাম। 

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেগম রোকেয়া হসপিটাল প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন মাস্টার, অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন বেগম রোকেয়া হাসপাতালের অর্থ পরিচালক মোঃ শফিকুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ তানভীর খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় ঈদগাহ এর সভাপতি মোহাম্মদ আমির হোসেন, সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন চৌধুরী, সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান। উপস্থিত ছিলেন,  ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আব্দুল আলিম খান, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহমেদ লাভলু, কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ মোছলেহ উদ্দিন, কেন্দ্রীয় ঈদগাহের সাধারণ সম্পাদক আব্দুল জলিল মেম্বার, সহ-সভাপতি আনোয়ার হোসেন আনু সরদার, টাটেরা পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি ডাক্তার আব্দুর সেলিম খান, টাটেরা হাজী মাস্টার রেহান উদ্দিন আকন্দ মহিলা মাদ্রাসার সুপার মোঃ আব্দুল মমিন আকন্দ, বিশিষ্ট সমাজসেবক মোঃ মোস্তফা কামাল মানিক, সাহেবাবাদ ইউপি সদস্য ইসমাইল হোসেন মেম্বার, ডাক্তার আব্দুল হান্নান, ডাক্তার খোরশেদ আলমসহ গ্রাম ডাক্তার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। হাসপাতালে দোয়া মিলাদ পরিচালনা করেন কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ ইব্রাহিম।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ