কুবিতে মার্কেটিং বিভাগের উদ্যোগে আয়োজিত হয়েছে 'উদ্যোক্তা মেলা -২০২৪ '
আপডেট সময় :
২০২৪-১২-০৯ ১৬:২৪:৫৩
কুবিতে মার্কেটিং বিভাগের উদ্যোগে আয়োজিত হয়েছে 'উদ্যোক্তা মেলা -২০২৪ '
কুবি প্রতিনিধি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মার্কেটিং বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত হয়েছে 'উদ্যোক্তা মেলা-২০২৪'।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী কেক কাটার মাধ্যমে উক্ত মেলার উদ্বোধন ঘোষণা করেন।
পরবর্তীতে তিনি মেলায় বসা স্টলগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন–কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম এবং মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মেহের নিগার।
জানা যায়, মার্কেটিং বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের 'এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট' কোর্সের অংশ হিসেবে এই মেলার আয়োজন করা হয়। মেলায় শিক্ষার্থীরা ৬টি স্টল বসিয়েছে যেখানে প্রসাধনী, খাবার এবং কাপড়ের স্টল রয়েছে। এই স্টলগুলোতে বিকাল ৫ টা পর্যন্ত পণ্য বিক্রি করা হবে।
এ ব্যাপারে মার্কেটিং বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হেমন ভূঁইয়া বলেন, 'আমাদের এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট কোর্সের অংশ হিসেবে আজকের এই আয়োজন। বাংলাদেশে পড়াশোনার পর শিক্ষার্থীরা সরকারি চাকরি দিকে বেশি ঝোঁকে, উদ্যোক্তা হতে একটা ভয় কাজ করে। আজকের এই আয়োজনের মাধ্যমে আমাদের বাস্তবিক একটা অভিজ্ঞতা হচ্ছে। যা ভবিষ্যতে আমাদের কাজে আসবে।'
মেলা ঘুরে উপচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, 'অনুষ্ঠানটি ঘুরে খুব ভালো লাগলো। শিক্ষার্থী হিসেবে সকলের ভিতরে নতুন নতুন আইডিয়া থাকা উচিত এবং এখানে তারা নতুন ভাবে চিন্তা করতে পেরেছে। যেমন, অনলাইন বেচা-কেনার ব্যবস্থা রাখা আবার অনলাইন পেমেন্ট সিস্টেম ইত্যাদি। সবমিলিয়ে স্টল গুলো ঘুরে খুব ভালো লেগেছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স