খানসামায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত
আপডেট সময় :
২০২৪-১২-০৯ ১৪:৩৩:৫৭
খানসামায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত
মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: "দুর্নীতি বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা" স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের খানসামায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস-২০২৪ পালিত হয়েছে। সোমবার (০৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুর্নীতি দমন ও প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা মো: আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায়, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দিন। বিশেষ অতিথি খানসামা থানার অফিসার ইনচার্জ মোঃ নজমুল ইসলাম, মুখ্য আলোচক অ্যাড. মীর মোঃ ইউসুফ আলী ও আহসান হাবীবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও সুধীজন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স