লোকাল ট্রেন চালুর দাবিতে গৌরীপুরে ট্রেন আটকে বিক্ষোভ
আপডেট সময় :
২০২৪-১২-০৯ ১৩:১৬:২৭
লোকাল ট্রেন চালুর দাবিতে গৌরীপুরে ট্রেন আটকে বিক্ষোভ
ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি।
করোনাকালীন সময়ে বন্ধ হয়ে যাওয়া লোকাল ট্রেন চালুর দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে ট্রেন আটকে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
রবিবার (৮ডিসেম্বর) রাতে গৌরীপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করে বন্ধ হয়ে যাওয়া লোকাল ট্রেন চালুর দাবি জানানো হয়। পরে গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনের কর্মকর্তারা বিক্ষোভকারীদের সাথে কথা বলে রেললাইন থেকে তাদের সরিয়ে নেন।
বক্তরা বলেন ময়মনসিংহ-গৌরীপুর-ভৈরব রেলপথে চলাচলকারী তিনটি লোকাল ট্রেন বন্ধ হয়ে গেছে। এছাড়াও সম্প্রতি ডিসেম্বর থেকে ময়মনসিংহ-গৌরীপুর-জারিয়া ও ময়মনসিংহ-গৌরীপুর-মোহনগঞ্জ রেলপথে চলাচলকারী লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে করে বিকল্প পথে যাতায়াত করতে গিয়ে যাত্রীদের ভোগান্তির পাশাপাশি অতিরিক্ত অর্থ গুণতে হচ্ছে। পাশাপাশি এসব ট্রেনের হকাররাও বেকার হয়ে গেছে। আমাদের দাবি দ্রুত লোকাল ট্রেনগুলো চালু করা হোক।
মানববন্ধনে বক্তব্য রাখেন ওয়ালিউল্লাহ রুবেল, সাবেক ইউপি সদস্য তোফাজ্জল হোসেন, লোকমান মিয়া, শহিদ মিয়া, মামুন, নরুল্লাহ, বাবু, রমজান, রুবেল, তারু, আছর আলী, কমন মিয়া, রিপন প্রমুখ।
গৌরীপুর জংশন স্টেশনের সহকারি স্টেশন মাস্টার বাপ্পি চন্দ্র দাস বলেন, করোনাকালীন সময় থেকে ময়মনসিংহ-ভৈরব রেলপথে লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও জনবল সংকটের কারণে ময়মনসিংহ-জারিয়া ও ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথে লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজকে লোকাল ট্রেন চালুর দাবিতে এলাকাবাসী ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেন ১০মিনিট আটকে বিক্ষোভ করে। আমরা বিক্ষোভকারীদের বুঝিয়ে শুনিয়ে রেললাইন থেকে সরিয়ে আনি। তাদের দাবির বিষয়গুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স