ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​​​​​​​মুলাদীতে মামলার রায় বিপক্ষে যাওয়ায় প্রতিপক্ষের তিনজনকে পিটিয়ে গুরুতর আহত


আপডেট সময় : ২০২৪-১২-০৯ ০২:১৪:২০
​​​​​​​মুলাদীতে মামলার রায় বিপক্ষে যাওয়ায় প্রতিপক্ষের তিনজনকে পিটিয়ে গুরুতর আহত ​​​​​​​মুলাদীতে মামলার রায় বিপক্ষে যাওয়ায় প্রতিপক্ষের তিনজনকে পিটিয়ে গুরুতর আহত ॥



মুলাদী প্রতিনিধিঃ মুলাদীতে জমি সংক্রান্ত বিরোধের মামলায় আদালতের রায় বিপক্ষে যাওয়ায় প্রতিপক্ষের তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা।

থানায় অভিযোগ ও হাসপাতালে ভর্তি আহত সুত্রে জানাগেছে, মুলাদী সদর ইউনিয়নের চরলক্ষীপুর গ্রামের আঃ রব রাড়ীর ক্রয় কৃত সম্পত্তি দীর্ঘদিন যাবত জোর পূর্বক দখল করার পায়তারা করে আসছে প্রতিবেশি আঃ সালাম হাওলাদার। উক্ত বিরোধীও সম্পত্তি নিয়ে দেওয়ানী আদালতে মকদ্দমা নং-১৫১/২০২২ দায়ের করা হলে গত ৩১/০১/২০২৪ ইং তারিখ বিবাদীদের পক্ষে ডিগ্রি হয়। ডিগ্রির বিপক্ষে আঃ রব রাড়ী আপিল মকদ্দমা নং-৩৩/২০২৪ দায়ের করলে উক্ত মামলায় বিজ্ঞ জেলা জজ বরিশাল গত ০১/১০/২০২৪ তারিখ আঃ রব রাড়ীর পক্ষে ডিগ্রী প্রদান করেন। রায়ের খবর শুনে গতকাল ০৮/১২/২০২৪ ইং তারিখ রবিবার সকাল ৭.১০ মিনিটে আঃ রব রাড়ীর বসত বাড়ীতে প্রবেশ করে হামলা চালায় প্রতিপক্ষের আঃ সালাম হাওলাদার, সাদ্দাম হাওলাদার, মিন্টু হাওলাদার, ইমাম হাওলাদার।

এসময় তারা আঃ রব রাড়ী, তার পুত্র শাহাদাত হোসেন রুবেল ও পুত্র বধু লিমা আক্তারকে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় আহত শাহাদাত হোসেন রুবেল বাদী হয়ে মুলাদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ