ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জামায়াতের প্রতিনিধিদল ব্রিটিশ হাইকমিশনে প্রতিবাদ লিপি হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৪-১২-০৮ ১৯:০০:১৭
জামায়াতের প্রতিনিধিদল ব্রিটিশ হাইকমিশনে প্রতিবাদ লিপি হস্তান্তর জামায়াতের প্রতিনিধিদল ব্রিটিশ হাইকমিশনে প্রতিবাদ লিপি হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (৮ ডিসেম্বর) ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন তারা।

জানা যায়, কয়েক দিন আগে ব্রিটিশ পার্লামেন্টের একজন সম্মানিত সদস্য বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে বিভ্রান্তিকর ও অসত্য মন্তব্য করেন। রোববার সাক্ষাৎকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ব্রিটিশ পার্লামেন্টের ওই সদস্যের মন্তব্যের প্রতিবাদ লিপি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা হয়।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, সাক্ষাৎকারটি অত্যন্ত সৌহার্দ্য ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে অভিমত ব্যক্ত করা হয়। 


জামায়াতে ইসলামীর প্রতনিধি দলে আরও উপস্থিত ছিলেন, নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, প্রফেসর ড. মাহমুদুল হাসান ও সহকারী সেক্রেটারি জেনারেল এড. এহসানুল মাহবুব জুবায়ের।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ