ঢাকা , বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ , ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাবিতে জলঢাকা উপজেলা সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত


আপডেট সময় : ০৯-১২-২০২৪ ১২:৫৯:০১ পূর্বাহ্ন
রাবিতে জলঢাকা উপজেলা সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত রাবিতে জলঢাকা উপজেলা সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত



রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জলঢাকা উপজেলার সমিতির উদ্যোগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রবীণদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ক্রেস, ফুলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ দিয়ে বরণ করা হয়।

উপজেলা সমিতি সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার আরএসডিএফ সংস্থার নির্বাহী পরিচালক মন্জুরুল ইসলাম খান (বাবু)।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য জলঢাকা উপজেলা সমিতির সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরের সচিব মো. সুলতান আলী বলেন, আমি যখন প্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে আসি তখন আমার জেলার পরিচিত কেউ ছিল না অন্য জেলার বড় ভাইয়ের কাছে থাকতে হয়েছিল। এ উপজেলা সমিতির আমাদের গ্রামের শিক্ষার্থীদের রাজশাহীতে শিকরের টানে একত্র করে।

এসময় হাঁড়ি ভাঙ্গা, ঝুরিতে বল নিক্ষেপ খেলা এবং আঞ্চলিক বিতর্ক প্রতিযোগিতাসহ দুপুরে ভোজের আয়োজন করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পুঠিয়া স্কুলের সহকারী শিক্ষক অনীল কুমার রায়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আরিফুজ্জামান আরিফ, রাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. মোস্তাকুর রহমান জাহিদ, রাবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মাদ ইবনে ফিরোজসহ বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ