নাজিরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতার উপর নিস্বংস হামলার প্রতিবাদে - সংবাদ সম্মেলন
আপডেট সময় :
০৮-১২-২০২৪ ০৮:৫৪:৩৭ অপরাহ্ন
নাজিরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতার উপর নিস্বংস হামলার প্রতিবাদে - সংবাদ সম্মেলন
বিশেষ প্রতিনিধি:
পিরোজপুরের নাজিরপুরে আওয়ামী সন্রাসী কর্তৃক স্বেচ্ছাসেবক দলের নেতা মো; হানিফ শেখ ও তাঁর পরিবারের উপর নিস্বংস হামলা ও অত্যাচারের প্রতিবাদ, সুষ্ঠ বিচার, সু- চিকিৎসার দাবিতে রবিবার (৮ ডিসেম্বর) দুপুর ১২ ঘ: সময়ে পিরোজপুর প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। আয়োজনে ভুক্তভোগী পরিবার।
উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের মা মোসা: মিনারা বেগম, আপন ভাই মো: আনিস শেখ ও চাচাতে ভাই হায়দার শেখ। এলাকাবাসি মো: হেমায়েত খান, শাকিল খান, ফৌরদস খান, নুরু ইসলাম শেখ প্রমূখ।
গত ৬ অক্টোবর ২০১৪ সালে ফরজের নামাজের পরে হালকা নাস্তা শেষে ধান মারাই করার একটি মেশিন ক্রয় করার উদ্দেশ্যে বাড়ি থেকে বাগেরহাটের দিকে রওয়ানা করিয়া পশ্চিম ছোট বুইচাকাঠী কুদির বাড়ির ব্রিজ পর্যন্ত পৌঁছালে, রাজনৈতিক প্রতিহিংসার জেরে পূর্ব পরিকল্পিত ভাবে তৎকালীন উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি মোশারেফ হোসেন খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জুর নেতৃত্বে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বেশ কিছু সংখক নেতা কর্মীরা, মোঃ হানিফ শেখ'কে জিআই পাইপ, হকিস্টিক সহ দেশীয় অস্ত্র দিয়ে বেধম ভাবে মারপিট করে নাজিরপুর উপজেলা আওয়ামীলীগের অফিসের সামনে এনে, আওয়ামীলীগের নেতা কর্মীরা মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে,
মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে রাস্তার পাশে ফেলে রাখে বলে জানান ভুক্তভোগী পরিবার। পরবর্তীতে পথচারীরা তাকে নাজিরপুর হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার উদ্দেশ্যে কিন্তুু তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে, খুলনা মেডিকেল কলেজ থেকে দীর্ঘদিন চিকিৎসার পরে বাড়ি আসে।
উক্ত ঘটনা সম্পর্কে প্রশাসনকে অবগত করলেও তৎকালীন ও সি সহ কেউই কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। ঘটনা বিগত ১০ বছর অতিক্রম করলেও বর্তমানে হানিফ শেখ কোনো কর্ম করতে পারে না এবং প্রায় সময়ই চিকিৎসা নিতে হয়। তাই ভোক্তভোগী পরিবারের সদস্যরা এবং এলাকার বাসিন্দারা উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বিচারের জন্য জোর দাবি জানান। সেই সাথে অসহায় মো: হানিফ শেখ সুচিকিৎসা পেতে পারে, তাঁর নিশ্চিয়তার দাবি জানান।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স