ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আশুগঞ্জ সাইলো নির্মান কাজ শেষে চালু হলে  দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। খাদ্য উপদষ্টা আলী ইমাম মজুমদার 


আপডেট সময় : ২০২৪-১২-০৮ ১৯:২৮:১৪
আশুগঞ্জ সাইলো নির্মান কাজ শেষে চালু হলে  দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। খাদ্য উপদষ্টা আলী ইমাম মজুমদার  আশুগঞ্জ সাইলো নির্মান কাজ শেষে চালু হলে  দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। খাদ্য উপদষ্টা আলী ইমাম মজুমদার 


আশুগঞ্জ প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মাণাধীন  আধুনিক খাদ্যশস্য সাইলাে চালু চলে ভারতের সাথে বানিজ্য এবং রাজনিতি বিষয় এক দেখছিনা। বানিজ্যর বিষয় আলাদাভাবে দেখছি। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ ভারত, মায়ানমারসহ বিভিন্ন দেশ থেকে চাউল আমাদানী করছি। এসব চাউল মজুদের জন্য আশুগঞ্জ একটি আধুনিক খাদ্যশস্য সাইলা নিার্মানর শেষ পর্যায় আছে। দ্রুতগতিতে কাজ এগিয় যাচ্ছে। আশা করছি এটি আগামী জুন মাসে চালু করতে পারব। এটির কাজ শেষে চালু হলে দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে বলে জানান খাদ্য উপদষ্টা আলী ইমাম মজুমদার।


রবিবার দুপুরে তিনি আশুগঞ্জ নির্মানাধীন আধুনিক খাদ্যশস্য সাইলা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রনালয়ের মহা পরিচালক আব্দুল খালেক, উপ প্রকল্প পরিচালক রাকিবুল হাসান, প্রকল্পর কনসাল্টেন্ট মুসলেহ উদ্দিনসহ, জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ  জাবেদুর রহমান, আশুগঞ্জ উপজলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চদ্র বসাক, ভারপ্রাপ্রাপ্ত কর্মকর্তা বিল্লাল হাসন প্রমুখ।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ