গৌরীপুর রিপোর্টাস ক্লাবের ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আপডেট সময় :
০৮-১২-২০২৪ ০৫:৩৬:২৪ অপরাহ্ন
গৌরীপুর রিপোর্টাস ক্লাবের ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ময়মনসিংহের গৌরীপুর রিপোর্টাস ক্লাবের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার বিকালে গৌরীপুর রিপোর্টাস ক্লাবের কার্যালয় থেকে পৌর শহরে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর শহর প্রদক্ষিণ করে রিপোর্টাস ক্লাবের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গৌরীপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার।
গৌরীপুর রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন গৌরীপুর পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আলী আকবর আনিস।
তিনি বলেন সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। সাংবাদিকরা তাদের লেখনি ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরেন। তাই সাংবাদিকদের বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অপসাংবাদিকতার হাত থেকে সাংবাদিকতাকে রক্ষা করতে সবাইকে সোচ্চার হতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হীরা, সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রইছ উদ্দিন, সাংবাদিক হুমায়ূন কবির, কবি জয়নাল আবেদীন প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স