যথাযোগ্য মর্যাদায় ভালুকা মুক্ত দিবস পালিত
যথাযোগ্য মর্যাদায় ভালুকা মুক্ত দিবস পালিত
ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ- ময়মনসিংহের ভালুকা মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে (৮ ডিসেম্বর) পাক হানাদার বাহিনীর কবল থেকে ভালুকা মুক্ত করা হয়। সেই থেকেই এ দিনটিকে যথাযথ মর্যাদায় পালন করে আসছে উপজেলা প্রশাসন।
রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাট্য র্যালী শেষে স্হানীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে বীর শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় প্রশাসনিক কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মুক্তিযোদ্ধাদের মাঝে খাবার বিতরণ করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স