ঢাকা , সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ , ১৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পটুয়াখালী সর্বস্তরের সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মত বিনিময় সভা 


আপডেট সময় : ২০২৪-১২-০৮ ১৫:৪২:২৪
পটুয়াখালী সর্বস্তরের সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মত বিনিময় সভা  পটুয়াখালী সর্বস্তরের সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মত বিনিময় সভা 

পটুয়াখালী প্রতিনিধি, মনজুর মোর্শেদ তুহিন 

জেলার আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি  নিয়ে আরো কঠোরতার জন্য পটুয়াখালী পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের নিয়ে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে পুলিশ সুপারের আহবানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শুধুমাত্র জেলার গণমাধ্যম কর্মীদের সঙ্গে সকল আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন আলোচনা হয়। উপস্থিত সাংবাদিকরাও জেলার অপরাধ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পুলিশ সুপারকে অবহিত করেন। কিভাবে এসব অপরাধকে আরও নিয়ন্ত্রণ ও দমন করা সম্ভব  এ নিয়ে পরামর্শ হয়। 


মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ এনায়েতুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর মোর্শেদ তুহিন, মোশাররফ হোসেন সুজন,  পটুয়াখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোহরাব হোসেন, স্থানীয় দৈনিক গণদাবী পত্রিকার সম্পাদক মোহাম্মদ গোলাম কিবরিয়া সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


পটুয়াখালী পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ বলেন, ধান কাটার মৌসুমে বিভিন্ন উপজেলার ভূমি দস্যুদের প্রতিহত করে সমস্যার সমাধান করা হবে। যানজট পূর্ণ স্থান শনাক্ত করে সেসব জায়গায় ট্রাফিক ব্যবস্থা আরও উন্নত করা হবে। কিশোর-কিশোরীদের পিতা মাতাকে তাদের সন্তানদের প্রতি আরো খেয়াল রাখার পরামর্শ দেন যেন তারা তাদের অগোচরে সন্তানরা কোন অপরাধে পা না বাড়ায়। জেলায় যেকোনো অপরাধ নিয়ন্ত্রণ এবং দমনে পুলিশ সচেষ্ট রয়েছে। 




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ