ঢাকা , সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ , ১৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রযুক্তির যন্ত্রচালিত সভ্যতায় গ্রন্থ পাঠ-সৃজনশীলতা থেকে দূরে সরে যাচ্ছি-কবি সোহরাব পাশা


আপডেট সময় : ২০২৪-১২-০৮ ১৪:০৩:৫৪
প্রযুক্তির যন্ত্রচালিত সভ্যতায় গ্রন্থ পাঠ-সৃজনশীলতা থেকে দূরে সরে যাচ্ছি-কবি সোহরাব পাশা প্রযুক্তির যন্ত্রচালিত সভ্যতায় গ্রন্থ পাঠ-সৃজনশীলতা থেকে দূরে সরে যাচ্ছি-কবি সোহরাব পাশা


গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
লেখালেখি কর্মশালার আয়োজন চিন্তা-চেতনা, সৃজনশীলতা, প্রতিভার বিকাশ ঘটাবে। আধুনিক প্রযুক্তির যন্ত্রচালিত সভ্যতায় গ্রন্থ পাঠ থেকে ক্রমশ: আমরা দূরে সরে যাচ্ছি। এটা শৈল্পিক আয়োজন, যা সর্বক্ষেত্রে হওয়া উচিত। ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশ আয়োজিত দু’দিনব্যাপী লেখালেখি কর্মশালার সমাপনি ও বিজয় উৎসব প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কবি সোহরাব পাশা।


তিনি আরও বলেন, এ আয়োজনগুলো বইয়ের কাছে, পাঠের কাছে, সৃজনশীল প্রতিভা বিকাশের কাছে, শিক্ষার কাছে, পড়াশুনার কাছে এনে দিবে। আপনার মনের যদি একটু আনন্দ, শিল্পশীল চেতনার জন্ম হয়ে থাকে।  তাহলে আপনি আলোর জগত প্রবেশন করেছেন, আপনার মাধ্যমে অন্যরাও আলোকিত হবে। আমরা আলোর পথের যাত্রী। দৈনিক যুগান্তরও যে স্বপ্নযাত্রায় নিয়ে শুরু করেছে, সেই স্বপ্নজয়ে এগিয়ে যাবে।


শনিবার (৭ডিসেম্বর) উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে ‘দু’দিনব্যাপী লেখালেখি প্রশিক্ষণ’ কর্মশালার সমাপনি ও মহান বিজয় দিবসের মাস উপলক্ষ্যে লেখালেখি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


বিজয়ীরা হলেন ফিচারে যৌথভাবে প্রথম শামীমা খানম মীনা, মোস্তাফিজুর রহমান বুরহান, মোস্তাফিজুর রহমান বুরহান, দ্বিতীয় মোখলেছুর রহমান, নাফিসা হাসান হৃদি, তৃতীয় দেলোয়ার হোসাইন, মাহমুদা আক্তার রিপা, ফারুক আহমেদ জুয়েল (ঈশ^রগঞ্জ), নিউজে মোখলেছুর রহমান, দ্বিতীয় মোস্তাফিজুর রহমান, তৃতীয় আশিকুর রহমান রাজিব, শামীম আনোয়ার, গল্প লেখায় মো. সেলিম (ঈশ্বরগঞ্জ), মো. শাহজাহান ফকির (নান্দাইল), আল আমিন সরকার (নান্দাইল)।  


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সুজিত কুমার দাস, ঈশরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, উদীচী গৌরীপুর সংসদের সভাপতি ওবায়দুর রহমান, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, দৈনিক মানব জমিনের গৌরীপুর প্রতিনিধি মো. শামীম হোসেন, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, এসটি বাংলা টিভির গৌরীপুর প্রতিনিধি আব্দুর রউফ দুদু, স্বজন স্বজন তাসাদদুল করিম, সামিউল এহতে সাম, প্রত্যয় সরকার, মো. এহসানুল হক জারিফ।






 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ