ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ভোটাধিকারই বাংলাদেশের মানুষের প্রকৃত আকাঙ্ক্ষা : কাইয়ুম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৪-১২-০৮ ১০:৪৪:৩৭
ভোটাধিকারই বাংলাদেশের মানুষের প্রকৃত আকাঙ্ক্ষা : কাইয়ুম চৌধুরী ভোটাধিকারই বাংলাদেশের মানুষের প্রকৃত আকাঙ্ক্ষা : কাইয়ুম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, স্বৈরাচারের সহযোগীদের ষড়যন্ত্র ও তাদের অপ্রাসঙ্গিক আন্দোলনের ডামাডোলের আড়ালে অরাজক পরিস্থিতি সৃষ্টি করলে সাধারণ জনগণ সহ আমরা সবাই মিলে তা মোকাবেলা করবো। স্বৈরাচার পালালেও দেশে গণতন্ত্র পুরোপুরি আসেনি। ভোটাধিকারই বাংলাদেশের মানুষের প্রকৃত আকাঙ্ক্ষা। গণতন্ত্র প্রতিষ্ঠার জনগণের এই স্বপ্ন বাস্তবায়ন করতে মাঠে থাকছে বিএনপি। 

 

 

আজ শনিবার ৭ ডিসেম্বর বিকাল ৪ টায় দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

 

তিনি বলেন, বিএনপি আপনাদের গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই দাবি আজ গ্রামে গঞ্জে, শহরে-শহরে ছড়িয়ে পড়েছে। জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনার সুযোগ পেতে চায় বিএনপি। ক্ষমতার পরিবর্তন মানে শুধুই রাষ্ট্রক্ষমতার হাতবদল নয়। ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন। ফলে বাংলাদেশী জাতী গঠনে তারেক রহমানের বিকল্প নেই।

 

প্রায় পাচঁশত মানুষের মধ্যে এই শীতবস্ত্র বিতরণে সার্বিক সহযোগিতা করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ। কামাল বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি গুলজার আহমদে এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক দেলোয়ার আহমেদে ও সুমন আহমদ বিপ্লবের যৌথ সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপির সহ দফতর সম্পাদক মাহবুব আলম, সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, যুক্তরাজ্য বিএনপি নেতা হাজী আলাউদ্দীন, মুহিবুর রহমান, এনামুল হক মাক্কু, আব্দুল ওহাব, সেলিম মিয়া, মাসুম পারভেজ, আব্দুল শাকুর, রিফল আহমদ, আব্দুল মহিম, আব্দুল হান্নান শাহেদ, শামসুদ্দিন শুভ, ফয়ছল আহমদ, রাজু আহমেদ, আখতার হোসেন, সোনা মিয়া, সুহেল আহমদ, সেলিম মিয়া, রুশন আলী, ইমরান হোসেন রানা, রাজন আহমদ, জাকারিয়া আহমদ প্রমুখ।



 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ