ঢাকা , সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ , ১৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কুবির জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবীন বরণ ও চড়ুইভাতি অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৪-১২-০৮ ০১:০২:৫৫
কুবির জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবীন বরণ ও চড়ুইভাতি অনুষ্ঠিত কুবির জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবীন বরণ ও চড়ুইভাতি অনুষ্ঠিত



কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের চড়ুইভাতি ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পাশে একটি রিসোর্টে অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মুহসিন জামিল ও পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন ইফতি।

নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম বলেন, 'এত সুন্দর আয়োজনের জন্য সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জালালাবাদের প্রোগ্রাম মানে আমার নিজের প্রোগ্রাম। এখানে আসতে আমার কোনো ক্লান্তি নেই। যারা জালালাবাদ অ্যাসোসিয়েশনের সঙ্গে আছেন, আপনারা এই ঐতিহ্যটা ধরে রাখবেন।'

তিনি আরও বলেন, 'সাম্প্রতিক সময়ে একটা আঞ্চলিক সংগঠনের সিনিয়র ভাইয়ের দ্বারা নারীদের সাথে খারাপ আচরণের ঘটনা নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। এটা নিয়ে আমাদেরকে সর্তক থাকতে হবে। পরিবারে এসে যদি আমি নিরাপদবোধ না করি। তাহলে আমি কোথায় নিরাপদ? আমি মনেকরি এই নিরাপদ পরিবেশটা সিনিয়রদেরকে বজায় রাখতে হবে।'


জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মুহসিন জামিল বলেন, 'আজকে আমাদের আয়োজন ১৮তম আবর্তনের জন্য, তাদের সবাইকে লালমাটির ক্যাম্পাসে স্বাগত। তোমরা অনেক কষ্ট করে এই জায়গায় এসেছো এই স্পৃহা তোমরা ধরে রাখবে। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের সংগঠনের অংশ হিসেবে নিজেদের স্কিল বাড়াবে। সিনিয়রদের সাথে যোগাযোগ রাখবে, যেকোন সমস্যায় আমরা জালালাবাদ অ্যাসোসিয়েশন সবসময় তোমাদের পাশে আছে।'

উক্ত অনুষ্ঠানে সিলেট বিভাগ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আগত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়েছে। চড়ুইভাতি ও নবীন বরণের পর সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ