বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে গৌরীপুরে ৩১দফা উপস্থাপন
আপডেট সময় :
২০২৪-১২-০৭ ২২:৩৪:৫৫
বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে গৌরীপুরে ৩১দফা উপস্থাপন
ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ বিনির্মানে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে উপস্থাপন ও ‘শিক্ষার্থীর চোখে আগামী ছাত্র রাজনীতি ও বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এই মতবিনিময় সভায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ৩১দফা’র প্রচারপত্র বিতরণ করা হয়।
কর্মসূচীতে অংশ নেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আরিফ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ফয়সাল, বিপ্লব শিকদার, ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ডুনন, সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জিকু সরকার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, পৌর আহবায়ক মো. জামাল হোসেন, সদস্য জাহাঙ্গীর আলম রক্তিম প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স