ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পীরগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত


আপডেট সময় : ২০২৪-১২-০৭ ১৯:২৪:৪৩
পীরগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত পীরগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত
মোস্তফামিয়া পীরগন্জ  (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে গতকাল শনিবার হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এদিকে এই প্রথমবারের মতো উপজেলা প্রশাসনের উদ্যোগে হানাদারমুক্ত দিবস পালিত হয়নি। যে কারনে স্থানীয় সুধীজনরা  ক্ষোভ প্রকাশ করেছেন।


 উল্লেখ্য, বিগত বছরগুলোতে সরকারি ও বেসরকারি ভাবে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে এই দিবসটি পালিত হলেও এবারে ঘটেছে তার ব্যতিক্রম। হানাদার মুক্ত দিবস পালন করতে আসা একাধিক ব্যক্তি প্রশাসনের এ ধরনের বিতর্কিত ভুমিকায় ক্ষোভ প্রকাশ করে বলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা পীরগঞ্জ হানাদার মুক্ত দিবস পালন না করে তিনি স্বাধীনতা বিরোধীদেরই খুশি করেছেন।

দিবসটি উপলক্ষে বিকেলে পীরগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পীরগঞ্জ উপজেলা ও পৌর শাখার পক্ষে পৌর বিএনপির আহŸায়ক সাইফুল আজাদ,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র  উপজেলার সাধারন এ্যাড. আবু সুফিয়ান হিরু, সচেতন নাগরিক সমাজ পক্ষে প্রভাষক আশরাফুজ্জামান পলাশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা লেলিন তালুকদার,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম,সাংবাদিক আব্দুল্লাহীল বাকী বাবলু, জাগোবাহে ২৪ ডটকমের চেয়ারম্যান সাংবাদিক আকতারুজ্জামান রানা, সাংবাদিক রেজাউল করিম, আব্দুল করিম সরকার, মিফতাহুল ইসলাম প্রমূখ। ১৯৭১ সালের আজকের দিনই ৭ ডিসেম্বর,পীরগঞ্জ হানাদার মুক্ত হয়। ১৯৭১ সালের আজকের দিনই অর্থাৎ ৭ ডিসেম্বর,পীরগঞ্জ হানাদার মুক্ত হয়। এই দিনে পীরগঞ্জ উপজেলার ইতিহাসে উজ্জল হয়ে আছে এই দিনটি। তাই ৭ ডিসেম্বর পীরগঞ্জ থানা শত্রæ মুক্ত হিসেবে পরিগনিত হয়। এদিকে ধীর গতিতে এগিয়ে আসে মিত্র বাহিনীর সাঁজোয়া বাহিনী।

এক পর্যায়ে গোলার আওয়াজ থেমে যায়। গভীর রাতেই জলপাই রং এর ট্যাংক বহর নিয়ে মিত্র বাহিনী ও মুক্তিবাহিনীর সার্থক জোয়ানরা পীরগঞ্জ থানা সদরে প্রবেশ করে বিজয়ের বেশে। পালিয়ে যায় হানাদার বাহিনী।


উপজেলা নির্বাহি কর্মকর্তা খাদিজা বেগম  কাছে জানতে চাইলে বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ