ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রায়গঞ্জে তিনদিন ব্যাপী সিরাতুন্নবী ও দোয়া মাহফিলকে সামনে রেখে চলছে গেট ও প্যান্ডেল নির্মাণের কাজ


আপডেট সময় : ২০২৪-১২-০৭ ১৩:৩২:২৬
রায়গঞ্জে তিনদিন ব্যাপী সিরাতুন্নবী ও দোয়া মাহফিলকে সামনে রেখে চলছে গেট ও প্যান্ডেল নির্মাণের কাজ রায়গঞ্জে তিনদিন ব্যাপী সিরাতুন্নবী ও দোয়া মাহফিলকে সামনে রেখে চলছে গেট ও প্যান্ডেল নির্মাণের কাজ

 

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের ঐতিহ্যবাহী হাটপাঙ্গাসী ইসলামাবাদ সাইদিয়া দারুল উলুম মাদ্রাসার উন্নয়ন কল্পে তিনদিন ব্যাপী সিরাতুন্নবী ও দোয়া মাহফিলকে সামনে রেখে চলছে গেট ও প্যান্ডেল নির্মাণের কাজ। সব কিছু ঠিক থাকলে আল্লাহর রহমতে ১১/১২ ও ১৩ ডিসেম্বর ২০২৪ রোজ বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার বাদ যোহর হতে প্রতিদিন অত্র মাদ্রাসা মাঠে এ মাহফিল অনুস্ঠিত হবে। 


উল্যেখ্য, ১৪ ডিসেম্বর ২০২৪ শনিবার ফজর নামাজ শেষে আখেরি মোনাজাতের মাধ্যমে এ মাহফিল শেষ হবে। এদিকে এই ঐতিহ্যবাহী সিরাত মাহফিল ঘিরে এলাকার বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লীগণ আসার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। এছাড়া মাহফিলের প্যান্ডেল তৈরির কাজও শুরু করেছেন সিরাত মাহফিল পরিচালনা কমিটি। উক্ত মাহফিলে দোকান পাট বসানোর জন্য জায়গা নির্ধারণ করছেন বিভিন্ন এলাকা থেকে আগত দোকান দিতে ইচ্ছুক দোকানিরা। তাছাড়া এই সিরাত মাহফিলকে কেন্দ্র করে আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়াও শুরু করেছেন অনেকেই।


উক্ত মাহফিলে দেশ-বরেণ্য আলোচিত ইসলামিক বক্তা হযরত মাওলানা মোহাম্মাদ খালেদ সাইফুল্লা আয়ুবী, হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল বাসেত খান, হযরত মাওলানা মোহাম্মাদ ফজলুল করিম ও হযরত মাওলানা মোহাম্মাদ ফয়জুল্লা নোমানি সহ দেশ বরেণ্য আলোচিত ইসলামিক বক্তাগণ কোরআন ও সুন্নাহর আলোকে ওয়াজ ফরমাইবেন। উক্ত মাহফিলে ধর্মপ্রাণ মুসলমানগনকে শরিক হওয়ার জন্য এবং সার্বিক সহযোগিতাও কামনা করেন অত্র মাদ্রাসার এন্তেজামিয়া কমিটি।



 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ