নবীকে নিয়ে কটুক্তি চট্টগ্রামে যুবক আটক
আপডেট সময় :
২০২৪-১২-০৭ ১২:৩৫:২৮
নবীকে নিয়ে কটুক্তি চট্টগ্রামে যুবক আটক
এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম
চট্টগ্রামের পটিয়ায় ফেসবুকে পোস্ট করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার শান্তির হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর। গ্রেফতারকৃত শিক্ষার্থী নিশান দেবনাথ (২০) উপজেলার জিরি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সুধীর ডাক্তারের বাড়ির তপন নাথের ছেলে। নিশান দেবনাথ কুসুমপুরা স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
পটিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ দিন আগে আটক নিশান দেবনাথ তার ফেসবুক পেজের একটি পোস্টে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটূক্তি করে; এমন অভিযোগ এনে শান্তিরহাট এলাকায় কিছু ছাত্র তাকে মারার জন্য উদ্যত হয়। সে সংবাদ পেয়ে তাৎক্ষণিক টহলরত পুলিশ টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিশান দেবনাথকে জনরোষের হাত থেকে উদ্ধারপূর্বক আটক করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। পরবর্তীতে মহানবী হজরত মুহাম্মদ (সা:) কে অবমাননার ঘটনায় কুসুমপুরা ইউনিয়নের সাজ্জাদ হোসেন শুক্রবার বাদী হয়ে পটিয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। সে এজহার পটিয়া থানার সাইবার নিরাপত্তা আইনে মামলা হিসেবে রুজু করার পর সেই মামলায় আটককৃত নিশান দেবনাথকে একমাত্র আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পটিয়া থানা পুলিশ।
ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, গ্রেফতারকৃত করেজ শিক্ষার্থী নিশান দেবনাথ ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা:) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত পোস্ট পরে তা ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স