অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার সহ ০৬ জনকে গ্রেফতার করেছে র্যাব।
অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার সহ ০৬ জনকে গ্রেফতার করেছে র্যাব।
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরায় অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার সহ ০৬ জনকে গ্রেফতার করেছে র্যাব-১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে আপোষহীন ভাবে বিভিন্ন অপরাধ দমনে ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার ক্ষেত্রে বিশেষ অগ্রণী ভূমিকা পালন করে আসছে। “চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানে উজ্জীবিত হয়ে র্যাব ফোর্সেস মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। এছাড়াও দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে র্যাব এ পর্যন্ত জঙ্গি, অপহরণকারী, অস্ত্রধারী সন্ত্রাসী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, এজাহারনামীয় আসামী, মলম/অজ্ঞান পার্টি, কিশোর গ্যাং এবং চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
অদ্য ০৬ ডিসেম্বর ২০২৪ তারিখ রাত আনুমানিক ০১.০০ ঘটিকায় র্যাব-১ উত্তরা, ঢাকা’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন গাউসুল আজম এলাকায় কতিপয় অসাধু মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য অবৈধভাবে গুদামজাত করতঃ বিক্রয় করিতেছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে একই তারিখ রাত আনুমানিক ০১.৩০ ঘটিকায় র্যাব-১, উত্তরা, ঢাকা এর আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ বিদেশী মদ ও বিয়ার সহ ০৬ জন মাদক ব্যবসার সাথে জড়িত অবৈধ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত বিদেশী মদ ও বিয়ারের সর্বমোট পরিমাণ ৩০০০ বোতল/ক্যান (১৫৫৮.৮০ লিটার)। এছাড়াও অবৈধ মাদক দ্রব্য বিক্রয়লব্ধ অর্থ নগদ-৩,২০,২৭৫/- (তিন লক্ষ বিশ হাজার দুইশত পঁচাত্তর) টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স