শেখ হাসিনা’র বিচারের দাবিতে গৌরীপুরে জনসভা
আপডেট সময় :
২০২৪-১২-০৭ ০০:১৪:৪৮
শেখ হাসিনা’র বিচারের দাবিতে গৌরীপুরে জনসভা
ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
১৫বছরে বিএনপির হাজারো নেতাকর্মী গুম-খুন, ৫৭জন সেনা কর্মকর্তাকে হত্যা, শাপলা চত্বরে শত শত আলেম হত্যা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতাকে খুনের অপরাধে শেখ হাসিনা’র বিচারের দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ১নং মইলাকান্দা ও ১০নং সিধলা ইউনিয়ন যুবদলের উদ্যোগে উপজেলার শ্যামগঞ্জে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন। সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. আজিজুল হক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল নেতা মো. সেলিম মিয়া, আতাউর রহমান তারা ও কৃষক দল নেতা আনিছুর রহমান আনিছ।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান. মো. হাবিবুল ইসলাম খান শহিদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. ফারুক আহমেদ (ভিপি ফারুক). আব্দুর রহমান বাবুল, গৌরীপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শাহজাহান কবীর হীরা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাইনুল ইসলাম শাহীন, এমদাদ হোসেন তালুকদার, বোকাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামছুদ্দিন মাস্টার, সিধলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম মাস্টার, বিএনপি নেতা একদিল হোসেন তালুকদার, বাহার উদ্দিন দুদু, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মাহফুজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক তাজিজুল ইসলাম রাঙা, শাকিব মুনশী, উপজেলা যুবদল সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বাচ্চু, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ বাশার ঝুলন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান আল আমিন, সদস্য সচিব আব্দুল কাদির, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহিন আলম তারা, সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, এসকে সোহেল, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সাগর, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জিকু সরকার প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স