বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার অন্তর্গত বিহার গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা ও মেয়েকে মারপিট হাসপাতালে ভর্তি থানায় অভিযোগ
আপডেট সময় :
২০২৪-১২-০৭ ০০:১০:০৬
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার অন্তর্গত বিহার গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা ও মেয়েকে মারপিট হাসপাতালে ভর্তি থানায় অভিযোগ
শিবগঞ্জ বগুড়া থেকে ঃ বগুড়ার শিবগঞ্জের বিহারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা ও মেয়েকে বেধড়ক মারপিট, হাসপাতালে ভর্তি, থানায় অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবী।
শিবগঞ্জ থানার অভিযোগ সুত্রে জানা গেছে থানার বিহার পশ্চিম পাড়ার আব্দুর রাজ্জাকের মেয়েকে সংগে নিয়ে কসমেটিক ক্রয় করার কথা বলে ডেকে নিয়ে বেধড়ক মারপিট, মারপিটের কারণ জানতে গেলে তার মাকেও মারপিটে গুরুতর আহত।
এবিষয়ে বাদী মৃত বছির উদ্দিন সাকিদারের পুত্র আব্দুর রাজ্জাকের সাথে কথা বললে তিনি জানান, আমার মেয়ে মনিকার সাথে আমাদেরই এলাকার জুলফিকারের মেয়ে জুথির সাথে ভাল সম্পর্ক। সে গত ৪/১২/২৪ ইং তারিখে বিহার বাজারে কসমেটিক ক্রয় করার কথা বলে আমার বিবাহিত মেয়ে মনিকাকে ডেকে নিয়ে যায়। পূর্ব থেকে ওত পেতে থাকা জুথির ভাই মেহেদী আমার মেয়েকে বিহার স্কুল গেটের সামনে দেখা মাত্রই মারপিট করে।
পরে বিষয়টি আমার মেয়ে বাড়ীতে এসে জানালে আমাার স্ত্রী গোলাপি বেগম মেয়েকে নিয়ে জুথির বাড়ীতে যেয়ে আমার বিবাহিত মেয়েকে মারপিটের কারণ জানতে চাওয়া মাত্রই মেহেদী, জুথি, তাদের মা ও জুলফিকার মিলে আমার স্ত্রী ও মেয়েকে পুনরায় তাদের বাড়ীর সামনে বিবস্ত্র করিয়া বেধড়ক সারপিট করিয়া রক্তাক্ত জখম করে, তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে দেয়। মনিকার পিতা আব্দুর রাজ্জাক বাদী হয়ে ৫/১২/২৪ ইং তারিখ রাতে শিবগঞ্জ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন এবং ঘটনার সাথে জড়িতদের আটক করে কঠোর শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স