বাংলাদেশ জামায়াতে ইসলামী কচ্ছপিয়া ইউনিয়নে কর্মপরিষদ গঠিত
আপডেট সময় :
২০২৪-১২-০৬ ২২:০৫:০৬
বাংলাদেশ জামায়াতে ইসলামী কচ্ছপিয়া ইউনিয়নে কর্মপরিষদ গঠিত
হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি বান্দরবান: বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার রামু উপজেলা কচ্ছপিয়া ইউনিয়নের২০২৫ ও ২০২৬ সেশনের জন্য কমিঠি গঠন করা হয়। আজ ০৬/১২/২০২৪ ইং কচ্ছপয়িা ইউনিয়ন জামায়োতে ইসলামীর অফিস কার্যালয়ে এক সভা অুষ্টিত হয়।
উক্ত সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রামু উপজেলার সম্মানিত আমীর, রামু উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যন ফজলুল্লাহ মোহাম্মদ হাসান, বিশেষ অতিথি ছিলেন রামু উপজেলা জামায়াতের সহঃ সেক্রেটারী মাওঃ মুহাম্মদ নুরুল হাকীম,উপজেলা জামায়োতের সাংগঠনিক সেক্রেটারী মাওঃ রফিকুল আলম,উপজলা জামায়াতের উলামা বিভাগীয় সেক্রেটারী মাওঃ হাবীব উল্লাহ। উক্ত সভায় প্রধান অতিথি কচ্ছপয়িা ইনয়িনের ২০২৫ ও ২০২৬ সেশনের জন্য কমিটি ঘোষনা করেন। রুকনদের প্রত্যক্ষ ভোটে আমির নির্বাচিত হন মাওঃ মোহাম্মদ নাসিম, নায়েবে আমীর বাদশাহ আলম, সেক্রেটারী - আব্দুল্লাহ আল মামুন(খোকন) , তারবিয়ত সেক্রেটারী- মাওঃ আব্দুল মোনায়েম, বায়তুলমাল সেক্রেটারী- মাওঃ ফরিদুল আলম, অফিস ও প্রচার প্রকাশনা সেক্রেটারী - আবু বকর ছিদ্দিক।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স