ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত


আপডেট সময় : ২০২৪-১২-০৬ ২০:৫৯:০৭
ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত



মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: কলেজে প্রাইভেট পড়তে যাওয়ার পথে টাঙ্গাইলের ভূঞাপুরে অটোরিকশায় মোটরসাইকেলের ধাক্কায় শাহরুখ আকন্দ নাবিল (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে যমুনা সেতু পূর্ব-ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়কের গোবিন্দাসী এলাকায় দুলাল হোসেন চকদারের গরুর খামার সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহরুখ আকন্দ নাবিল জেলার পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের পাঁচটিকরী গ্রামের আলী মাহমুদ আকন্দের ছেলে।

আহতরা হলেন
উপজেলার পৌর শহরের বীরহাটি গ্রামের আনোয়ার চকদারের ছেলে লিমন চকদার ও ফলদা ইউনিয়নের ধুবলিয়া গ্রামের রশিদ শেখের ছেলে রবিন। তারা তিনজনই বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে বেপরোয়া গতিতে মোটরসাইকেলযোগে তিন বন্ধু কলেজে প্রাইভেট পড়তে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা গোবিন্দাসী দুলাল হোসেন চকদারের গরুর খামার নামকস্থানে পৌঁছালে তাদের সামনে থাকা একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে একজন মাথায় রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যায়। আহত হন আরো দুইজন। পরে নিহত ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন স্থানীয়রা।

ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। নিহত নাবিলের মরদেহ হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ