পালিয়ে যাওয়া স্বৈরাচারের পূর্ণবাসন এদেশে কখনই হবে না-ভোলায় শ্রমিক নেতা কবির আহমদ
আপডেট সময় :
২০২৪-১২-০৬ ১৬:৩৭:০১
পালিয়ে যাওয়া স্বৈরাচারের পূর্ণবাসন এদেশে কখনই হবে না-ভোলায় শ্রমিক নেতা কবির আহমদ
আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধি
পালিয়ে যাওয়া স্বৈরাচারের পূর্ণবাসন এদেশে কখনই হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. কবির আহমদ।
তিনি আরও বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে আমরা সব সময় তৎপর ছিলাম এখনো আছি। শ্রমিকদের বৈষম্য দূরীকরণের জন্য আমাদের যা যা করণীয় করতে হবে। শ্রমিকদের ঘামের উপরেই প্রতিষ্ঠিত আমাদের এই মাতৃভূমি।
শ্রমিক ভাইয়েরা আমাদের প্রাণ। শ্রমিকদের নিষ্পেশনের মাধ্যমেই বাতিলরা গড়েছেন অট্টালিকা। শ্রমিক ভাইদের মুক্তির জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯ টায় ভোলা জেলা পরিষদ মিলনায়তনে ভোলা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৪ এ প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলে।
দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভোলা জেলার প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা আমীর মাস্টার মোঃ জাকির হোসাইন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভোলা জেলা সভাপতি মোঃ ইসমাইল হোসেন মনিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনের সঞ্চালনায় সম্মেলনে,
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক মোঃ মশিউর রহমান, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মোঃ মহিবুল্লাহ।
এ ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভোলা পৌরসভা জামায়াতের আমীর জামাল উদ্দিন, আমান আমানিং কর্পোরেশনের স্বত্বাধিকারী রফিজুল হাসান, জেলা সহ-সভাপতি আইয়ুব আলী, মোঃ আব্দুল খালেকসহ প্রমুখ।
সম্মেলনে মোঃ ইসমাইল হোসেন মনিরকে জেলা সভাপতি ও বেলায়েত হোসেনকে, সাধারণ সম্পাদক, মোঃ ইয়াসিন আরাফাতকে সাংগঠনিক সম্পাদক ও এ জেড এম জাহাঙ্গীর আলমকে কোষাধ্যক্ষ করে আগামী ২০২৫-২৬ সালের জন্য নির্বাচনের মাধ্যমে ৩৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলন শেষে ভোলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
নিউজটি আপডেট করেছেন : ba@news
কমেন্ট বক্স