ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কালকিনিতে বালু উত্তোলনের আত্মঘাতী ড্রেজার মেশিন জব্দ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৪-১২-০৬ ০১:১৭:২৬
কালকিনিতে বালু উত্তোলনের আত্মঘাতী ড্রেজার মেশিন জব্দ কালকিনিতে বালু উত্তোলনের আত্মঘাতী ড্রেজার মেশিন জব্দ


আশরাফুর রহমান, নিজস্ব প্রতিবেতকঃ

মাদারীপুরের কালকিনিতে পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে পৌর এলাকার দক্ষিন জনারদন্দী গ্রামে অভিযান চালিয়ে ওই ড্রেজার মেশিনটি জব্দ করা হয়। কালকিনি উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসা. মাহবুবা ইসলামের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এদিকে প্রসাশনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অবৈধ বালু উত্তোলনকারীরা দ্রুত পালিয়ে যায়। 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, পৌর এলাকার দক্ষিন জনারদন্দী গ্রামের একটি পুকুর থেকে স্থানীয় প্রভাবশালী মহল বালু উত্তোলন করে আসছেন বলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় একজন ভূক্তভোগী। পরে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের দিক নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসা. মাহবুবা ইসলাম অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে একটি আত্মঘাতী ড্রেজার মেশিন জব্দ করেন।

উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসা. মাহবুবা ইসলাম বলেন, ইউএনও স্যারের নির্দেশক্রমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। তবে নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ বলেন, পুকুর থেকে বালু উত্তোলনের দায়ে একটি আত্মঘাতী ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ