রাজশাহী মহানগরীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে উদ্ধার করা মোবাইল ফোন মালিকের নিকট হস্তান্তর করেছে আরএমপি'র পুলিশ কমিশনার।
আজ ৫ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ দুপুর ১২ টায় আরএমপি সদর দপ্তরে উদ্ধারকৃত মোবাইল ফোন মালিকের নিকট হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরএমপি'র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান উপস্থিত থেকে নভেম্বর মাসের উদ্ধারকৃত ২০ টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর করেন।
মোবাইল ফোনগুলো বিভিন্ন সময় রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যায়। এ সংক্রান্ত থানায় হারানো জিডি এন্ট্রি হয়। পরবর্তীতে আরএমপি'র সাইবার ক্রাইম ইউনিট তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ করে বিভিন্ন এলাকা থেকে মোবাইল ফোনগুলো উদ্ধার করে।
এসময় পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো তাদের প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করতে পেরে আমরা আনন্দিত। আরএমপি'র সাইবার ক্রাইম ইউনিট তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে এই ফোনগুলো উদ্ধার করেছে। এটি আমাদের সেবার একটি অংশ। আমরা যেহেতু জনবান্ধব পেশাদার পুলিশিং এর মাধ্যমে জনগণের সেবক হতে চাই তাই নাগরিক সেবা আমাদের প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও আমরা এ ধারা অব্যাহত রাখব।
তিনি বলেন, যেকোনো সমস্যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর পাশে আছে। অপরাধ প্রতিরোধে তিনি পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। এছাড়াও যেকোনো প্রয়োজনে আরএমপি'র তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১ অথবা মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯) এ যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।
হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে মোবাইলের মালিকরা খুব আনন্দিত এবং আরএমপি'র প্রতি কৃতজ্ঞ। এত দ্রুত সময়ের মধ্যে ফোনগুলো উদ্ধার করে ফিরিয়ে দেওয়ায় তারা আরএমপি'র পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।