ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আগামী ২৫-২৬ সেশনের কমিটি ঘোষণা ও আমীরের শপথ 


আপডেট সময় : ২০২৪-১২-০৫ ২২:৪০:২৮
নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আগামী ২৫-২৬ সেশনের কমিটি ঘোষণা ও আমীরের শপথ  নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আগামী ২৫-২৬ সেশনের কমিটি ঘোষণা ও আমীরের শপথ 

হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি বান্দরবানঃ

পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর ২০২৫-২০২৬ সেশনের কমিটি ঘোষণা ও আমীরের শপথ ৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে নাইক্ষ্যংছড়ি সদরে উপজেলা জামায়াতের কার্যালযে উপজেলা আমীর ওমর ফারুক সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত রুকুন বৈঠকে মাওলানা ওমর ফারুক সিরাজীকে ২০২৫-২০২৬ নতুন সেশনের জন্য আমীর হিসেবে মনোনিত ও সেক্রেটারি হিসাবে পূ্ণর্নির্বাচিত হন সাবেক চাত্র নেতা মোহাম্মদ আবুনাছের, সহ সেক্রেটারী হমিদুল কহ, বাযতুল মাল সেক্রেটারী মাষ্টার আব্দল গফুর, অফিস ও সাহিত্য দৈনিক সংগ্রামের নাইক্ষ‍্যংছড়ি উপজেলা প্রতিনিধি সাংবাদিক মাহমুদ হক বাহাদুর, প্রচার সম্পাদক মোহাম্মদ সেলিম উল্লাহ, এ সময় প্রধান অতিথি বান্দরবান জেলা জামায়াতের আমীর এস এম আব্দুস সালাম আজাদ নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের আমীর হিসেবে শপথ পাঠ শেষে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা জামাতের আমীর প্রন্তিক জনগোষ্ঠীর কাছে ইসলামের দাওয়াত পোছে দেওয়া আহ্বান জানান, ইসলামী আন্দোলনের সকল কাজ যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনে জন্য হয়, এসব কথা বলেন।


এসময় উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফারুক আহমদ, বান্দরবান জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি হমেদ হাসান, সহ উপজেলা মিড়িযাসেল ও সকল স্তরের দায়িত্ব শীল বৃন্দ।



 

নিউজটি আপডেট করেছেন : ba@news

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ