ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গোমস্তাপুরে অবৈধ অনুপ্রবেশ দায়ে ভারতীয় নাগরিক আটক 


আপডেট সময় : ২০২৪-১২-০৫ ১৫:৫৯:১৩
গোমস্তাপুরে অবৈধ অনুপ্রবেশ দায়ে ভারতীয় নাগরিক আটক  গোমস্তাপুরে অবৈধ অনুপ্রবেশ দায়ে ভারতীয় নাগরিক আটক 

উওম কুমার গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে মোঃ নাজির উদ্দিন (২৫) নামে এক ভারতীয় নাগরিক কে আটক করেছে বিজিবি। সে ভারতের কাঠিয়ার (বিহার) জেলার আবাদপুর থানার গোবিন্দপুর গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের বাঙ্গাবাড়ি সীমান্তের  ২০৪ মেইন পিলার থেকে বাংলাদেশের অভ্যান্তরে কেতাব বাজার স্থান থেকে তাকে আটক করে বিজিবি।

১৬, বিজিবির বাঙ্গাবাড়ি বিওপির কমান্ডার নায়েব সুবেদার শ্রী তাপস কুমার সরকার জানান, মঙ্গলবার সকাল ৯ টার দিকে বাঙ্গাবাড়ি সীমান্তের কেতাব বাজার নামক স্থানে নাজির উদ্দিন ঘোরাঘুরি করলে সন্দেহ হলে তাকে আটক করা হয়।

 পরে জিজ্ঞাসাবাদে জানা যায় সে ভারতীয় নাগরিক এবং বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করেছে। এসময় তার দেহ তল্লাশি করে ভারতীয় ১০ রুপি ও বাংলাদের ২৫০ টাকা পাওয়া যায়। তবে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের কারণ বলতে পারে নি। পরে বিষয়টি বিএসএফকে অবহিত করা হলে তার কোন সারা না দেওয়ায় মঙ্গলবার রাতে তাকে গোমস্তাপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

গোমস্তাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল বাশার জানান, ভারতীয় নাগরিক মোঃ নাজির উদ্দিনকে বিজিবি হস্তান্তর করলে। 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ