ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাউজানের শীর্ষ সন্ত্রাসী ফজল হকের ভাই জানে আলম গ্রেফতার


আপডেট সময় : ০৪-১২-২০২৪ ১০:০১:১৫ অপরাহ্ন
রাউজানের শীর্ষ সন্ত্রাসী ফজল হকের ভাই জানে আলম গ্রেফতার রাউজানের শীর্ষ সন্ত্রাসী ফজল হকের ভাই জানে আলম গ্রেফতার



শ‌হিদুল ইসলাম, প্রতি‌নি‌ধি।

চট্টগ্রাম নগর থেকে গতকাল সোমবার রাউজানের শীর্ষ সন্ত্রাসী ফজল হকের ভাই জানে আলম যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে। সৌদি আরবে থাকা শীর্ষ সন্ত্রাসী ফজল হকের ভাই 'জানে আলম' চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারী বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামি নোয়াপাড়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডের গুহপাড়া হাকিম চৌকিদার বাড়ির আবদুল ছালামের ছেলে।

বিভিন্ন সূত্রে জানা যায়, ফজল হক বর্তমানে সৌদি আরবে প্রবাস জীবনে রয়েছে। বিদেশে অবস্থান করলেও  ভাই জানে আলমকে দিয়ে রাউজানে চাঁদবাজি ও অপহরণের নেতৃত্ব ফজল হক বাহিনী। ৫ই আগস্ট পট পরিবর্তনের পর রাউজানে ত্রাসের রাজত্ব কায়েম করে 'ফজল হক বাহিনী'।

রাউজান থানার সেকেন্ড অফিসার এসআই আলমগীর বলেন, যৌথ বাহিনী জানে আলমকে নগর থেকে গ্রেফতার করে। রাউজান থানায় তার নামে তিনটি মামলা তদন্তাধীন রয়েছে, রয়েছে আরো কয়েকটি পুরানো মামলা।

পুলিশের এই কর্মকতা জানান, যৌথ বাহিনীর কাছ থেকে সন্ত্রাসী জানে আলমকে গ্রহণ করতে থানা পুলিশ চট্টগ্রাম নগরে গেছে।

স্থানীয়রা জানান, বর্তমানে দক্ষিণ রাউজানের নোয়াপাড়া এলাকায় শীর্ষ সন্ত্রাসীদের বিচরণ চলছে। দফায় দফায় হামলা, গোলাগুলি, মানুষকে মারধর এমনকি অনেকের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় অনেকের মধ্যে সন্ত্রাসী জানে আলমের নামও আলোচনায় এসেছে।


 

নিউজটি আপডেট করেছেন : ba@news

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ