ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভেড়ামারা মাধ্যমিক শিক্ষা অফিসারকে অফিস ক‌ক্ষে তালাবদ্ধ, সমঝোতায় খুলল তালা 


আপডেট সময় : ০৩-১২-২০২৪ ০১:০২:১০ পূর্বাহ্ন
ভেড়ামারা মাধ্যমিক শিক্ষা অফিসারকে অফিস ক‌ক্ষে তালাবদ্ধ, সমঝোতায় খুলল তালা  ভেড়ামারা মাধ্যমিক শিক্ষা অফিসারকে অফিস ক‌ক্ষে তালাবদ্ধ, সমঝোতায় খুলল তালা 



রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি
 কুষ্টিয়ার ভেড়ামারায় মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক হোসেনের অসদাচারণ ও হুমকির প্রতিবা‌দে তাকে অফিস রুমের ভেতর রেখে তালা ঝুলিয়ে বি‌ক্ষোভ ক‌রে‌ছেন শিক্ষার্থীরা। 

সোমবার (০২ নভেম্বর) দুপুর দেড়টার দি‌কে উপজেলার সাতটি মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনালের শিক্ষার্থীরা এ বি‌ক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। 

শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার পর ওই শিক্ষা অফিসারের অ‌ফিস ক‌ক্ষের তালা খুলেদেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বায়েজিদ খান হিমু। 

এর আগে, বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামের গাড়ি আটকে দিয়ে শহ‌রের গোডাউন মোড় এলাকায় ঘণ্টাব্যাপী বি‌ক্ষোভ করা হয়। অবরোধ করে রাখে ভেড়ামারা-দৌলতপুর মহাসড়ক। এসময় শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। 

শিক্ষার্থীদের অভিযোগ, উপ‌জেলায় ভো‌কেশনাল প্রায় ৯০০ জন শিক্ষার্থী, যার মধ্যে ৪৬০ জন এসএস‌সি পরীক্ষার্থী। বেশ কিছুদিন ধরে তাদের পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করে আসছিল তারা। 

এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ তাদের রেজিস্ট্রেশন বাতিল করে আইনগত ব্যবস্থাসহ দেখে নেওয়ার হুমকি দেন। 

কুষ্টিয়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বায়েজিদ খান হিমু বলেন, শিক্ষা অফিসার ফারুক হোসেন শিক্ষার্থীদেরসহ তাদের বাবা মার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। তাদের রেজিস্ট্রেশন বাতিল করে দিয়ে তাদের জীবন ধ্বংস করার হুমকিও দিয়েছেন। এমন অবস্থায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে শিক্ষা অফিসারকে রুমে আটকে রেখে তালা ঝুলিয়ে দেয়। পরে তি‌নি ক্ষমা চান এবং দুঃখ প্রকাশ করেন। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ বলেন, আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা। আমি শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে বলেছি, তোমরা ঘরে ফিরে যাও, না গেলে তোমাদের সমস্যা হবে। 

ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষা অফিসারকে কক্ষে রেখেই তালা মেরে দেয়। পরে সমঝোতার ভিত্তিতে তালা খুলে দেওয়া হয়।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ