কাউখালীতে অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে তিন জেলেকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত
আপডেট সময় :
০২-১২-২০২৪ ০৩:২২:১৯ অপরাহ্ন
কাউখালীতে অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে তিন জেলেকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে তিন জেলেকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের অভিযানে ২ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলার ইকো পার্ক সংলগ্ন সন্ধ্যা নদীর তীরে অবৈধ চরগড়া জাল দিয়ে মাছ শিকার করার সময় তিন জেলেকে আটক করা হয়।
আটককৃত জেলেরা হলেন উপজেলার পূর্ব আমরাজুরি গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মাহবুব হোসেন (৫০), কাউখালী সদর ইউনিয়ন চর বাসুরী গ্রামের রুহুল আমিনের ছেলে আব্দুল আজিম (২৫) ও একই গ্রামের আব্দুল আলীর ছেলে রুহুল আমিন (৫২)। আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ধারায় অভিযোগ ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আদালত পরিচালনা করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা।
উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান জানান, আটককৃতদের কাছে প্রায় সাড়ে ৬ হাজার মিটার চরগড়া জাল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় লক্ষাধিক টাকা। পরে জালগুলো জন সম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স