বরগুনা পাথরঘাটা প্রতিনিধি :
বরগুনার পাথরঘাটায় লিমা (১৪) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। রোববার সকাল ৮ টার দিকে লিমার বাবা মো. জসিম উদ্দিন ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার করে। এর আগে ভোর রাতের কোন এক সময় সে গলায় ফাঁস দেয়।
লিমা উপজেলা কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকার পূর্ব ঘুটাবাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে জসীম উদ্দীনের মেয়ে।
লিমার বাবা জসিম উদ্দিন জানান, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন সবাই। এরপর সকালে ঘুম থেকে ওঠে তখন তার মেয়ে লিমাকে দেখতে না পেয়ে তার মায়ের কাছে জিজ্ঞেস করেন। তার মা নিজ বসত ঘরের মাচার দিকে তাকিয়ে দেখেন মেয়ে লিজা গলায় ফাঁস দেয়া অবস্থায় আড়ার সাথে ঝুলছে। এ সময় চিৎকার দিলে বাবা জসিম উদ্দিন এসে মেয়েকে উদ্ধার করে। ততক্ষণে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, তার মেয়ে লিজা জন্মের পর থেকেই কিছুটা মানসিক সমস্যায় ভুগছিলেন। তার ধারণা এ কারণেই তার মেয়ে আত্মহত্যা করেছে।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান জানান, আত্মহত্যার ঘটনা জানার পরেই পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রকৃত ঘটনা নির্ণয়ের জন্য সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ বরগুনা মর্গে প্রেরণ করা হয়।