বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০; মাদক বহনে ব্যবহৃত পিকআপ জব্দ।
বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০; মাদক বহনে ব্যবহৃত পিকআপ জব্দ।
নিজস্ব প্রতিবেদক
আনুমানিক ০৯ লক্ষ ৩৩ হাজার টাকা মূল্যমানের ৩১১ বোতল ফেনসিডিলসহ ফরিদপুর জেলার কোতয়ালী এলাকা হতে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০;মাদক বহনে ব্যবহৃত পিকআপ জব্দ।
গতকাল ৩০ নভেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী দেশের পশ্চিমাঞ্চল হতে বিপুল পরিমান মাদকদ্রব্যের চালান নিয়ে বাসে করে ফরিদপুর জেলার উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর র্যাব-১০ এর আভিযানিক দলটি তাৎক্ষনিক ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন করিমপুর সাকিনস্থ চানপুর রাস্তার মোড় এলাকায় অবস্থান করে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এবং সন্দেহজনক গাড়ী তল্লাশী করতে থাকে। তল্লাশীর একপর্যায়ে একই তারিখ রাত আনুমানিক ২২:২০ ঘটিকায় সন্দিগ্ধ পিকআপটি র্যাবের চেকপোষ্টের সামনে পৌঁছানো মাত্র কর্তব্যরত র্যাব সদস্যরা পিকআপটিকে সিগন্যাল দিলে পিকআপের চালক পিকআপটি থামায়।
অতঃপর র্যাব সদস্যরা উক্ত পিকআপে থাকা চালক’কে জিজ্ঞাসাবাদ করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে, তার পিকআপে ফেনসিডিল আছে। পরবর্তীতে কর্তব্যরত র্যাব সদস্যরা বিধি মোতাবেক তল্লাশী করে গ্রেফতারকৃত আসামীর পায়ের কাছে রাখা তার নিজ হাতে বের করে দেয়া দুইটি প্লাস্টিকের বস্তার ভিতর রক্ষিত আনুমানিক ৯,৩৩,০০০/- (নয় লক্ষ তিত্রিশ হাজার) টাকা মূল্যমানের ৩১১ (তিনশত এগার) বোতল ফেন্সিডিলসহ পিকআপের চালক’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ জাহিদুল ইসলাম (৩৭), পিতা- মোঃ শামছুল হক দুলাল, সাং-দক্ষিণ পাড়া, থানা-জীবন নগর, জেলা-চুয়াডাঙ্গা বলে জানা যায়। এ সময় তার নিকট হতে মাদক বহনে ব্যবহৃত ০১টি পিকআপ জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ পন্থায় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স