সাম্প্রদায়িক বিদ্বেষ নয়, বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে : মিফতাহ্ সিদ্দিকী
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা বিএনপি আয়োজিত কর্মসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী ও সভাপতির বক্তব্য রাখছেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন।
নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের মধ্যনগরে উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত কর্মীসভা সাম্প্রদায়িক বিদ্বেষ নয়, বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে : মিফতাহ্ সিদ্দিকী
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা জনতার প্রতিরোধেরমূখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেলেও সেখানে বসে বসে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। পতিত ফ্যাসিবাদের সাময়িক পরাজয় হলেও এখন তাদের দোসররা সর্বক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। রাষ্ট্রদ্রোহের মত অপরাধ করার পরও এক ব্যাক্তিকে নিয়ে তারা দেশে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে। আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রতি পৃথিবীর অন্য যেকোন দেশের জন্য উদাহরণ। তাই ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। এদেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। ধর্ম বা বর্ন এখানে মূখ্য বিষয় নয়। আমরা সকলেই সমান নাগরিক, সবার মূল পরিচয় আমরা বাংলাদেশী। দেশবাসী বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে সাম্প্রদায়িক বিদ্বেষ নয়, বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে।
রোববার বিকেলে সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিগত সাড়ে ১৫ বছরে যারা দেশের সম্পদ লুটপাট করেছে, যারা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে প্রচার করেছে তাদের বিচার করা হবে। শেখ হাসিনা সহ যারা প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ।
সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক জনাব কলিম উদ্দিন মিলন এর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুল।
সভাপতির বক্তব্যে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ বলেন, আওয়ামী ফ্যাসিবাদের দোসররা চারিদিকে ছড়িয়ে রয়েছে, তারা যেন কোন ধরনের আকাঙ্ক্ষিত ঘটনা ও সাম্প্রদায়িক ইস্যু তৈরী না করতে পারে সেদিকে সজাগ থাকতে হবে। আগামীদিনে তারেক রহমানের নেতৃত্বে সুন্দর দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
কর্মীসভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাদের আহমদ, আব্দুল মোত্তালেব খাঁন, আনসার উদ্দিন, রেজাউল হক, আনিসুল হক, আবুল কালাম আজাদ, মোনাজ্জির হোসেন সুজন, নুর আলী, সালমা আক্তার, ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী, আব্দুস সামাদ তুহেল প্রমূখ।
স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মামুনুর রশীদ শান্ত, মো: সৈয়দ হোসেন, আব্দুস সালাম, শাহেদ আলী, মুক্তার হোসেন, মো: জামাল হোসেন, মো: সেনোয়ার হোসেন, এনামুল গনি রুবেল, শাহিবুর আলম, শহীদুল ইসলাম, রেজাউল হক রেজা, মো: আবে হায়াত, শাহনেওয়াজ আকন্দ প্রমূখ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স