তরুণ প্রজন্মকে মাদক থেকে দুরে থাকতে হবে...নবাগত (ইউএনও) সামিউল ইসলাম
আপডেট সময় :
২০২৪-১২-০২ ০০:৩৯:৪৭
তরুণ প্রজন্মকে মাদক থেকে দুরে থাকতে হবে...নবাগত (ইউএনও) সামিউল ইসলাম
মোঃ অপু খান চৌধুরী।।
ব্রাহ্মণপাড়া নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সামিউল ইসলাম গত বৃহস্পতিবার যোগদানের পর ব্রাহ্মণপাড়া উপজেলা জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাথে মতবিনিময় করছেন।
আজ ১ ডিসেম্বর রবিবার দুপুরে নিজ কার্যালয়ে ব্রাহ্মণপাড়াবাসীর উদ্দেশ্যে বলেন, ব্রাহ্মণপাড়ায় মাদক ও চোরাকারবারীদের স্থান নেই।এছাড়াও ইভটিজিং সন্ত্রাস নির্মূলে প্রশাসন সজাগ থাকবে। আজ যারা তরুণ তারাই আগামীতে বাংলাদেশের দায়িত্ব হাতে নেবে, তাই তাদেরকে ধ্বংস হতে দেওয়া যাবে না। লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে তাদের। রাস্তাঘাট উন্নয়ন বিভিন্ন দুর্নীতি নির্মূলে সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। জনপ্রতিনিধি ও অন্যান্য অংশীজনসহ সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তরে তরুণ প্রজন্মকে সৈনিক হিসেবে কাজ করতে হবে এবং মাদক থেকে দুরে থাকতে হবে। ব্রাহ্মণপাড়া নবাগত উপজেলা নির্বাহী অফিসার সামিউল ইসলাম ৩৬ তম বিএসএস কর্মকর্তা। তিনি সিনিয়র সহকারী কমিশনার হিসেবে যশোর জেলা প্রশাসনের দায়িত্ব পালন করেছেন। তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্রাহ্মণপাড়ায় নতুন ইউএনও হিসেবে পদায়নের লক্ষে গত ২৫ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়। সেখান থেকে তাঁকে ব্রাহ্মণপাড়া উপজেলায় ইউএনও'র দায়িত্ব দেওয়া হয়।
জানা গেছে, সামিউল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুদলী গ্রামের মোঃ আজহার আলীর ছেলে। তিনি ৩৬ তম বিসিএস প্রশাসন ক্যাডারে মেধা তালিকায় ১৬ তম হন। প্রথমে যোগদান করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। সেখান থেকে বদলি হয় চাঁদপুর জেলা প্রশাসনে। চাঁদপুরে প্রায় ৩ বছর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে তিনি বুড়িচং উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও মাগুরা এবং যশোর জেলা প্রশাসনে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স